প্রচ্ছদ সারাদেশ ঢাকা বিভাগ মানিকগঞ্জে নবাগতজেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

মানিকগঞ্জে নবাগতজেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

মানিকগঞ্জে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাবুল মিয়া, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারন সম্পাদক বিপ্লব চক্রবর্তী,সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
নবাগত জেলা প্রশাসক এস এম ফেরদৌস বলেন, মানিকগঞ্জের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই। সেই সাথে সাংবাদিকদের সাথে নিয়ে জেলাকে একটি আদর্শ জেলায় রূপন্তর করতে চাই। এ ছাড়া জেলার নদীগুলোতে অবৈধ ড্রেজার উচ্ছেদ,যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ,কাঁচা বাজার মনিটরিং,পশু জবাইযের পূর্বে ভেটেনারী সার্জনের পরিক্ষার মাধ্যমে পশুর স্বাস্থ্য পরিক্ষা,শিক্ষার মান উন্নয়ন, প্রাইভেট কোচিং বন্ধ,গ্যাস সংকটসহ বিভিন্ন সমস্যা দূর করণে কাজ কওে যাবো। আপনাদের জন্য আমার দরজা সবসময় খোলা, জেলার উন্নয়নে আপনাদের সার্বিক সহযোগীতা কামনা করছি।
মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ সভাপতি আহমেদ সাব্বির সোহেল, সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক শাজাহান বিশ^াস, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ^াস, সহ – সম্পাদক শহিদুল ইসলাম সুজনসহ আরো অনেকেই। এ সময় তারা মানিকগঞ্জের নানা সমস্যা ও সম্ভবনার চিত্র তুলে ধরেন।
মুক্ত আলোচনা শেষে মানিকগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের নামের তালিকা সম্বলিত একটি তালিকা জেলা প্রশাসকের হাতে তুলে দেওয়া হয়।
প্রসঙ্গত, নবাগত জেলা প্রশাসক গত ৯ আগোষ্ট মানিকগঞ্জে যোগদান করেন। বিসিএস ২০ তম ব্যাচের এই কর্মকর্তার বাড়ি শরীয়তপুর জেলায়।