প্রচ্ছদ সারাদেশ ঢাকা বিভাগ মানিকগঞ্জে জাতীয় শোক দিবস পালিত

মানিকগঞ্জে জাতীয় শোক দিবস পালিত

মানিকগঞ্জ প্রতিনিধি : যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। শোক র‌্যালী, আলোচনা সভা, পুষ্পস্তবক অর্পণ, কোরআন তেলোয়াত,দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। জেলা আওয়ামী লীগ, জেলা প্রশাসন, সহ বিভিন্ন সরকারী – বেসরকারী সংগঠন ও শিক্ষা প্রতিষ্টান দিবসটি আলাদাভাবে পালন করে।

দিবসটি উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসনের ব্যানারে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরের ছায়াবীথি মঞ্চে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে জেলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম মহীউদ্দীনের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন এমপি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ আসনের এমপি নাঈমুর রহমান দূর্জয়, জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, সিভিল সার্জন ডাঃ মোঃ খুরশিদ আলম, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম , সহ -সভাপতি রমজান আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম , যুগ্ন সম্পাদক এ্যাডভোকেট বাদরুল ইসলাম খান বাবলু, সুলতানুল আজম খান আপেল, দপ্তর সম্পাদক এহেতেশাম হোসেন খান ভূনু প্রমুখ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল সদস্যসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।