প্রচ্ছদ সারাদেশ ঢাকা বিভাগ মানিকগঞ্জের হরিরামপুরে পোনা মাছ বিক্রীর দায়ে ৫ মৎস্য ব্যবসায়ীকে জরিমানা

মানিকগঞ্জের হরিরামপুরে পোনা মাছ বিক্রীর দায়ে ৫ মৎস্য ব্যবসায়ীকে জরিমানা

সায়েম খান, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :

হরিরামপুরে পোনা মাছ বিক্রয়ের অপরাধে ৫ জন মৎস্য ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালত জরিমানা করেছে। আজ ২৪ আগষ্ট ( সোমাবার) সকালে হরিরামপুরে গালা ইউনিয়নে ঝিটকা বাজারে মৎস্য আড়ৎ এ পোনা মাছ ক্রয় বিক্রয়ের সময় উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুর রহমান এই অভিযান পরিচালনা করেন। এসময় ৫ জন জেলের কাছ থেকে প্রায় ৪ মন পোনা মাছ জব্দ করা হয়। পোনা মাছ আরোহী ৫জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মৎস্য সুরক্ষা ও সংরক্ষন আইন ১৯৫০ ধারা অনুযায়ী ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

Manikganj Harirampur

সাজাপ্রাপ্তরা হলেন সুজন হালদার ৫ হাজার টাকা, হারেজ ২হাজার টাকা, মোবারক ব্যাপারী ৫হাজার টাকা, পরিমল হালদার ৫হাজার টাকা, ধমিন হালদার ১হাজার টাকা।

জব্দ ক্রত পোনা মাছ গুলো আন্ধারমানিক ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, মানিকনগর মদিনাতুল উলুম মাদ্রাসাও এতিমখানা, চালা আহমাদিয়া সুলতানিয়া সামছুল উলুম হাফিজিয়া মাদ্রাসাও এতিমখানা, ঝিটকা দারুল কুরআন নুরানী হাফিজিয়া মাদ্রাসাও এতিমখানা ৪টি এতিমখানা মাদ্রসার দেওয়া হয়।

ভ্রম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার ভুমি মো: বিল্লাল হোসেন।

এসময় আর ও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মনোয়ার হোসেন এবং সার্বিক সহযোগিতায় হরিরামপুর থানা পুলিশ।