প্রচ্ছদ সারাদেশ মানিকগঞ্জের সিংগাইরে লকডাউন অমান্য করায় ১০ ব্যক্তিকে জরিমানা

মানিকগঞ্জের সিংগাইরে লকডাউন অমান্য করায় ১০ ব্যক্তিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ :

মানিকগঞ্জের সিংগাইরে লকডাউন অমান্য করায় ৯ ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

আজ ১৬ জুন (মঙ্গলবার) সকাল ১০ টার দিকে সিংগাইর পৌর এলাকার শহীদ রফিক সড়কের ইসলামী ব্যাংকের সামনে থেকে ১৫-২০ জন পথচারীকে আটক করেন সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার।

রেড জোন এলাকায় লকডাউনের মধ্যে বাড়ি থেকে বাইরে বের হওয়া নিষেধ থাকলে দন্ডিতরা লকডাউন অমান্য করায় প্রশাসন তাদের আটক করেন।

আটককৃতদের মধ্যে ১০ জন ব্যক্তি উপযুক্ত কারণ না দেখাতে পারায় ভ্রাম্যমান আদালত ১০ জনকে অর্থদন্ড দেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা । তাকে সহযোগীতা করেন সিংগাইর থানার ‍ এস আই মো. হাসান আলী ও সঙ্গীয় ফোর্স।

উল্লেখ্য ,আজ ১৬ জুন থেকে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার সিংগাইর পৌরএলাকা ও জয়মন্টপ ইউনিয়নকে রেড জোন এলাকা হিসেবে ঘোষণা করেছে মানিকগঞ্জ জেলা প্রশাসক।

গতকাল রাত ৮ থেকে শুরু হওয়া এই লকডাউন চলবে আগামী ৪ জুলাই পর্যন্ত।