প্রচ্ছদ সারাদেশ মানিকগঞ্জের শিবালয়ের চারটি ড্রেজার ধবংস, ৫০ হাজার টাকা জরিমানা

মানিকগঞ্জের শিবালয়ের চারটি ড্রেজার ধবংস, ৫০ হাজার টাকা জরিমানা

 

মানিকগঞ্জ প্রতিনিধি :
অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের দায়ে শিবালয় উপজেলা প্রশাসন ৪টি ড্রেজার ও ব্যবহৃত পাইপ ধ্বংস করা হয়েছে এবং অবৈধ ভাবে ভেকু দিয়ে মাটি কাটায় একজনকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।

আজ(০৬ জুন)শনিবার সকাল থেকেই শিবালয় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন আরিচা থেকে জাফরগঞ্জ পর্যন্ত যমুনা নদীতে এবং উপজেলার মহাদেবপুরের সারাসিন এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

এ ঘটনায় ৪ টি ড্রেজার মেশিন ও ২০০০ মিটার পাইপ ধংস এবং ভেকু দিয়ে মাটি কাটায় একজন কে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে নিয়ম মাফিক আদায় করেন ভ্রাম্যমাণ আদালত । এঘটনায় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন ও ভেকু দিয়ে মাটিকাটার সাথে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলাও হয়েছে ।

উপজেলা প্রশাসনের এই অভিযানে সার্বিক ভাবে সহযোগিতা করে শিবালয় থানা পুলিশ । এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন।