প্রচ্ছদ সারাদেশ খুলনা বিভাগ মাদারীপুরের ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুঘর্টনায় নিহত ১ আহত ২

মাদারীপুরের ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুঘর্টনায় নিহত ১ আহত ২

মাদাীপুর প্রতিনিধি: মাদারীপুরের ঢাকা-বরিশাল মহাসড়কে রবিবার সকাল ৯টার দিকে ঘটকচর ও কলাবাড়ীর এলাকার মাঝে পেট্রল পাম্পের সামনে বাংলাদেশ সেনাবাহিনী ঢাকা-খুলনা মহাসড়ক(এন ৮) কাজে নিয়োজিত একটি ট্রাক ওপর দিক থেকে একটি ইঞ্চিন চালিত ভ্যান গাড়ীকে ধাক্কা দিলে ঘটনাস্থলে আলেফ সরদার(৩০) নামে একজন নিহত হয় ও তার সাথে থাকা দুই জন আহত হয়।

স্থানীয় সুত্রে জানা যায়, ঘটকচর থেকে তালতলা এলাকায় যাওয়ার উদ্দেশ্যে একটি ইঞ্চিন চালিত ভ্যান গাড়ীতে নিহত ব্যাক্তি ও তার স্ত্রী চায়না বেগম রওনা হয়। এসময় ঘটকচর পেট্রল পাম্বের সামনে উপর দিক থেকে আসার বাংলাদেশ সেনাবাহিনীর ঢাকা-খুলনা মহাসড়ক(এন৮) কাজে নিয়োজিত একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনা স্থলে ভ্যান গাড়ীর যাত্রী কেন্দুয়া ইউনিয়নের তালতলা এলাকার রহমান সরদারের ছেলে আলেফ সরদার নিহত হয়। এসময় আহত হয় আলেফ সরদারের স্ত্রী চায়না বেগম ও সদর উপজেলার কাউয়াকুড়ি এলাকার ভ্যান চালক ইউসুফ হোসেন।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. কামরুল হাসান ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, আমাদের ফোর্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং সড়ক দুর্ঘটনার কথা হাইওয়ে পুলিশকে জানানো হয়েছে।