প্রচ্ছদ সারাদেশ খুলনা বিভাগ মনিরামপুর আসনে আ’লীগের-১৩, বিএনপির-৫, জাতীয় পার্টির-১ ও জামায়াতের-১ জনের মনোনয়ন পত্র সংগ্রহ

মনিরামপুর আসনে আ’লীগের-১৩, বিএনপির-৫, জাতীয় পার্টির-১ ও জামায়াতের-১ জনের মনোনয়ন পত্র সংগ্রহ

মোঃ মনোয়ার হোসেন, মনিরামপুর (যশোর) প্রতিনিধি : যশোর-৫ (মনিরামপুর) সংসদীয় আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা নিয়ে প্রার্থী হতে শেষ পর্যন্ত আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনে জমা দিয়েছেন ১৩ জন। এর মধ্যে বর্তমান সংসদ সদস্যসহ আপন দুই ভাই রয়েছেন। অপরদিকে বিএনপি’র দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৫ জন। এরই অংশ হিসেবে মনিরামপুর উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৩ জন বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসার সহিদুর রহমান। এদিকে মনোনয়ন সংগ্রহকারী অধিকাংশ নেতার ভক্ত-অনুসারীরা দুশ্চিন্তার প্রহর গুনছে কে হচ্ছেন জোট অথবা দলীয় একক প্রার্থী। পাশাপাশি চায়ের টেবিলসহ বিভিন্ন স্থানে প্রার্থী চুড়ান্ত নিয়ে নানা গুঞ্জন আর আলোচনার কমতি নেই।
মনোনয়ন ফরম সংগ্রহকারী একাধিক নেতার সাথে কথা বলে জানাগেছে, যারা আ’লীগের মনোনয়নপত্র কিনেছেন তারা হলেন কেন্দ্রীয় আ’লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি এ্যাড. পীযুষ কান্তি ভট্টাচার্য্য, তার ছোট ভাই বর্তমান এমপি স্বপন ভট্টাচার্য্য এবং জেলা আ’লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাবেক এমপি প্রয়াত এ্যাড. খান টিপু সুলতানের সহধর্মিনী প্রফেসর ডাঃ জেসমিন আরা বেগম, জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ, মনিরামপুর উপজেলা আ’লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, মুক্তিযোদ্ধা এসএম ইউনুস আকবর, জেলা যুবলীগ সভাপতি মোস্তফা ফরিদ আহম্মেদ চৌধুরী, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা কামরুল হাসান বারী, কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য এস,এম ইয়াকুব আলী, মেজর (অবসরপ্রাপ্ত) মোস্তফা কামাল বনি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি মাসুুমা আকতার পলি।
অপরদিকে মঙ্গলবার সন্ধ্যা নাগাদ বিএনপি’র দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মনিরামপুর উপজেলা বিএনপি’র সভাপতি সাবেক পৌর মেয়র এ্যাড. শহীদ মোঃ ইকবাল হোসেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি মোঃ মুছা, জেলা বিএনপি’র সহ-আইন বিষয়ক সম্পাদক এ্যাড. এম এ গফুর, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা ইফতেখার সেলিম অগ্নি ও জিয়া পরিষদের কেন্দ্রীয় নেতা শরিফুজ্জামান খাঁন। এছাড়া উপজেলা জাতীয়পার্টির সভাপতি এমএ হালিম দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
উপজেলা নির্বাচন অফিসার সহিদুর রহমান দৈনিক সকালের সময়কে জানান, মনিরামপুর উপজেলা নির্বাচন অফিস থেকে ডাঃ জেসমিন আরা বেগম, এসএম ইয়াকুব আলী ও জামায়াত নেতা এ্যাড. এনামুল হক মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।