প্রচ্ছদ সারাদেশ খুলনা বিভাগ মণিরামপুরে বিচারধীন জমি জবর-দখল নিয়ে সংবাদ সম্মেলন

মণিরামপুরে বিচারধীন জমি জবর-দখল নিয়ে সংবাদ সম্মেলন

মোঃ মনোয়ার হোসেন, মনিরামপুর (যশোর) থেকে : আদালতে বিচারাধীন ৩৮ শতকের একখন্ড জমি দখল করে নিয়েছে বিবাদীগণ। এর বাইরেও বাদি পক্ষকে হত্যা, গুম করার অব্যহতভাবে হুমকি দিচ্ছে। গতকাল শনিবার মণিরামপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ দাবি করেন উপজেলার খানপুর গ্রামের জাহাতাব মোল¬্যার ছেলে আব্দুর রহমান মোল¬্যা। লিখিত বক্তব্যে তিনি বালেন, খানপুর মৌজার ৩৮ শতক জমি নিয়ে গ্রামের নওশের আলী, আবুল হোসেন, ইয়াকুব আলী ও বিল¬াল হোসেনের সাথে বিরোধ চলছে। যা নিয়ে আদালতে একটি মামলা চলছে। যার মামলা নং- ১৫৭৩/১৭। আব্দুর রহমানের অভিযোগ আদালতের সিদ্ধান্ত ছাড়াই বিবাদিগণ রোপনকৃত ধানের জমি জবর-দখল করে নিয়েছে। এ ছাড়াও জমির দিকে না তাকানোর জন্য সাফ জানিয়ে দিয়েছেন। আব্দুর রহমান মোল¬্যা জানায়, বিবাদিগণ তারা হত্যা, গুম করার হুমকি দিয়ে চলেছে। নিরুপায় হয়ে প্রশাসনের সংশি¬ষ্ট মহলের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তারা।