প্রচ্ছদ খেলাধুলা মড্রিচ রিয়ালেই থাকছেন

মড্রিচ রিয়ালেই থাকছেন

গুঞ্জন উঠেছিল লুকা মড্রিচ রিয়াল মাদ্রিদ ছেড়ে যোগ দিচ্ছেন ইন্টার মিলানে। এমন কথা গুঞ্জন নয়, সত্যিই ছিল। এটাও সত্য, রাশিয়া বিশ্বকাপের সেরা খেলোয়াড় রিয়ালেই থাকছেন।রাশিয়া বিশ্বকাপ শেষে কথা উঠেছিল ইন্টার মিলান জোর প্রচেষ্টা চালিয়েছিল লুকা মড্রিচকে নিজেদের দলে ভেড়াতে। কিন্তু পারেনি।এই জোর প্রচেষ্টা খুব কাজে দিয়েছে মড্রিচের। আগের চেয়ে আরও বেশি পারিশ্রমিকে পুরনো ক্লাবেই থেকে যাচ্ছেন ৩২ বছর বয়সী এই ক্রোয়েট মিডফিল্ডার।সবশেষ বিশ্বকাপে দুর্দান্ত খেলে সেরা খেলোয়াড়ের তকমা পাওয়া এই ফুটবলারের সময়টাও যাচ্ছে ভাল। এই সুযোগে পারিশ্রমিকটা তিনি বাড়িয়ে নিয়েছেন কৌশলে। বলা যায় সাপও মারা হল, লাঠিও থেকে গেল।জানা যায় রিয়াল মাদ্রিদ ছাড়ার ব্যপারে মড্রিচের পরিবারও খুব একটা সাড়া দেয়নি।

রিয়ালের সাথে মড্রিচের চুক্তি আগামী ২০২০ সাল পর্যন্ত। কিন্তু এর মাঝে ইন্টার মিলানের চাওয়ায় রিয়াল মাদ্রিদ মড্রিচের রিলিজ ক্লজ ৭৫০ ইউরোতে উঠিয়ে দেয়। যা এক কথায় আকাশ ছোঁয়া।তবে সব শঙ্কা উড়িয়ে দেন মড্রিচ নিজেই। গতকাল শুক্রবার রিয়ালের অনুশীলন জার্সিতে একটি ছবি পোস্ট করে লিখে দেন, ব্যাক টু ওয়ার্ক।মড্রিচের এমন পোস্টে আর কোন গুঞ্জন বা শঙ্কা থাকার কথা না গণমাধ্যম বা রিয়াল ভক্তদের মাঝে।