প্রচ্ছদ আজকের সেরা সংবাদ ভয়াবহ হচ্ছে পাকিস্তানের করোনা পরিস্থিতি

ভয়াবহ হচ্ছে পাকিস্তানের করোনা পরিস্থিতি

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

সারা বিশ্ব জুড়ে চলছে করোনার প্রকোপ। হু হু করে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। দিন দিন ভয়ংকর হচ্ছে পাকিস্তানের পরিস্থিতি। গেল এক সপ্তাহে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ২৬ হাজার ৮৫৩ জন মানুষ। মারা গেছে ৪৫৮ জন। এতে করে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ৬১৭ জন। মারা গেছে ২ হাজার ৬৭ জন। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩৪ হাজার ৩৫৫ জন।

গণমাধ্যম ডন বলছে, দুই দিন ধরে দেশটিতে করোনায় পাঁচ হাজারে বেশি আক্রান্ত হয়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে সিন্ধু প্রদেশে, আক্রান্তের সংখ্যা ৩৮ হাজারের বেশি। এরপরেই রয়েছে পাঞ্জাব যেখানে আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ৯০ জন, এভাবে পর্যায়ক্রমে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান।

এই পরিস্থিতিতে আঞ্চলিক সরকার নিয়ম কানুন আরো কঠোর করেছেন। মাস্ক পরে যারা বাইরে বের হবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

করোনা আক্রান্তের পর দেড় মাসের মত লকডাউন জারি করা হলেও পরবর্তীতে তা শিথিল করা হয়েছে পাকিস্তানে। এরপরেই হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা।