প্রচ্ছদ সারাদেশ খুলনা বিভাগ ভিপি সম্পত্তি দখল : মনিরামপুরের ভূমি কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

ভিপি সম্পত্তি দখল : মনিরামপুরের ভূমি কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

মনিরামপুর প্রতিনিধি, (যশোর) ঃ যশোরের মনিরামপুরের ভিপি তালিকাভুক্ত সম্পত্তি জালজালিয়াতির মাধ্যমে দখল ও সহযোগিতার অভিযোগে সহকারী ভূমি কর্মকর্তা হাদিউজ্জামানসহ চারজনকে আসামি করে আদালতে একটি মামলা হয়েছে। গতকাল রোববার মনিরামপুর উপজেলার তাহেরপুর গ্রামের মৃত জিন্দার আলী মোড়লের ছেলে আকবর আলী বাদী হয়ে মামলাটি করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুসরাত জাবীন নিম্মী অভিযোগটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তপূর্বক প্রতিদবেদন জমা দেওয়ার আদেশ দিয়েছেন। মামলায় অভিযুক্ত অপর তিনজন হলেন-উপজেলার মোহনপুর গ্রামের উত্তম কুমার মিত্র, তার স্ত্রী অশোকা রানী মিত্র ও মৃত প্রবোধ কুমার মিত্রের ছেলে সন্তোষ কুমার মিত্র।
মামলা সূত্রে জানা গেছে, মনিরামপুর উপজেলার মোহনপুর মৌজার ৩৩২ এসএ খতিয়ানের সাবেক ১৭ টি দাগের ২ একর ২৯ শতক ভিপি তালিকালভুক্ত জমির তিন ভাগের প্রকৃত মালিক অশোক বিশ্বাস, প্রফুল্ল বিশ্বাস ও সুরেন্দ্র নাথ বিশ্বাস। এরা সকলেই বর্তমানে ভারতের স্থায়ী বাসিন্দা। ১৯৬৫ সালে তারা ভারতে চলে যাওয়ায় তাদের ওই জমি ভিপি সম্পত্তি হিসেবে রেকর্ড হয়। ১৯৮৬ সালে অভিযুক্ত অশোকা রানী, উত্তম কুমার ও সস্তোষ কুমার কর জালিয়াতির মাধ্যমে নির্মলা বালা বিশ্বাস নামে এক মহিলাকে ভুয়া দাতা দেখিয়ে ভিপি সম্পত্তি একটি দানপত্র তৈরি করেন। পরবর্তীতে অশোকার রানীর নামে এ জমির জাল আরএস রেকর্ড সৃষ্টি করা হয় এবং সহকারী ভূমি কর্মকর্তা হাদিউজ্জামন সবকিছু জেনেও খাজনা গ্রহণ করে জালিয়াতি কাগজপত্রের বৈধতা দেন। এ ব্যাপারে সরকারি বিভিন্ন দফতরে অভিযোগ দেওয়ায় অভিযুক্তরা গত ৩০ সেপ্টেম্বর বিকেলে বাদী আকবর আলীকে মনিরামপুর বাজারে পেয়ে খুন-জখমের হুমকি দেন।