প্রচ্ছদ আর্ন্তজাতিক ভারতে কপার কারখানাবিরোধী বিক্ষোভে পুলিশের গুলি, নিহত ১১

ভারতে কপার কারখানাবিরোধী বিক্ষোভে পুলিশের গুলি, নিহত ১১

কিন্তু ১৪৪ ধারা উপেক্ষা করে মিছিল বের করে আন্দোলনকারীরা। মিছিলটি কালেক্টরেটে পৌঁছলে পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। লাঠিচার্জ ও টিয়ারগ্যাস ব্যবহার করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি। উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুড়তে শুরু করে। পুলিশের গাড়ি ভাঙচুর করে তারা। দুটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

কালেক্টরেটেও আগুন লাগানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় পুলিশ।

তামিলনাগুর মুখ্যমন্ত্রী এদাপ্পাদি কে পালানিসামি অবশ্য দাবি করেছেন, ২০ হাজার উত্তেজিত জনতাকে অন্য কোনওভাবে আটকাতে না পেরে গুলি চালাতে বাধ্য হয়েছে পুলিশ।

তিনি নিহতদের পরিবারবর্গকে ৯ লক্ষ রুপি ক্ষতিপূরণ ও আহতদের ৩ লক্ষ রুপি দেওয়ার কথা ঘোষণা করেছেন। এ ঘটনার নিন্দায় সরব হয়েছেন রাজনৈতিক নেতৃবৃন্দ।

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এই ঘটনাকে ‘রাষ্ট্রের মদতপুষ্ট সন্ত্রাসের নৃশংস দৃষ্টান্ত’ বলে অভিহিত করেছেন।

এই ঘটনার পর নড়েচড়ে বসেছে তামিলনাড়ু সরকার। সাধারণ মানুষের কাছে সংযত থাকার আহ্বান জানিয়েছে সরকার। সেই সঙ্গে ওই কারখানার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দিয়েছে রাজ্যের এআইএডিএমকে সরকার।