প্রচ্ছদ আর্ন্তজাতিক চীনের সকল মসজিদে জাতীয় পতাকা ওড়ানোর নির্দেশ!

চীনের সকল মসজিদে জাতীয় পতাকা ওড়ানোর নির্দেশ!

চীনের মসজিদগুলোর জন্য নতুন নির্দেশনা জারি করা হয়েছে। দেশটির সকল মসজিদে ওড়াতে হবে জাতীয় পতাকা। দেশপ্রেমে উদ্বুদ্ধ করতেই এই নির্দেশ দিয়েছে চীনা কর্তৃপক্ষ। রাষ্ট্র নিয়ন্ত্রিত চীনের ইসলামিক অ্যাসোসিয়েশন তাদের ওয়েবসাইটে এ কথা জানিয়েছে।

চীনের ইসলামিক অ্যাসোসিয়েশন একটি পত্রের মাধ্যমে দেশটির মসজিদগুলোকে এই নির্দেশনা জানানো হয়েছে।

ধর্মের ওপর কর্তৃত্ব কায়েম রাখতেই এই নির্দেশ দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

চীনের ইসলামিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের প্রত্যেক মসজিদে সামনের দিকে চীনের জাতীয় পতাকা লাগিয়ে রাখতে হবে।

সংস্থাটির পত্রে বলা হয়েছে, এ উদ্যোগের ফলে দেশের সব মুসলিমের মধ্যে দেশাত্মবোধ তৈরি হবে। মসজিদে সাধারণ মানুষকে চীনের সংবিধান শেখাতে হবে। শিখতে হবে চীনা সংস্কৃতি।

মসজিদগুলোতে চীনের আইন ও সংস্কৃতি শেখানোর প্ল্যাটফর্ম তৈরি করতে চাইছে চীনা কর্তৃপক্ষ। চীনে অন্তত ২০ মিলিয়ন মুসলিম রয়েছে। জিনজিয়াং প্রদেশে বসবাসরত এসব মুসলিম উইঘর সম্প্রদায়ের। আর নিংজিয়া প্রদেশে রয়েছে হুই সম্প্রদায়ের মুসলিম।