প্রচ্ছদ আজকের সেরা সংবাদ বৈঠকে বসার আগেই খিলগাঁও বাজারে আগুন

বৈঠকে বসার আগেই খিলগাঁও বাজারে আগুন

অগ্নিনির্বাপণের প্রয়োজনীয় ব্যবস্থা প্রসঙ্গে আজ বৃহস্পতিবার সকালেই বৈঠকে বসার কথা ছিল খিলগাঁও বাজারের মালিক সমিতির। বৈঠকে বসার সুযোগই পেলেন না তারা। তার আগেই রাজধানীর খিলগাঁওয়ের কামারপট্টি বাজারের অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন।

খিলগাঁও বাজার মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মোকসেদ আলী সরদার জানান, অগ্নিনির্বাপণের প্রয়োজনীয় ব্যবস্থা আছে কি না, তা নিয়ে আজ সকালে আমাদের সমিতির পক্ষ থেকে বৈঠকে বসার কথা ছিল। কিন্তু সেটির আর সুযোগ পেলাম না।

ফায়ার সার্ভিসের উপপরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) দিলীপ কুমার ঘোষ জানান, রাত সোয়া ৩টার দিকে খিলগাঁও বাজারে আগুন লাগে।

তবে আগুনের সূত্রপাত এবং ক্ষতির সম্পর্কে তাৎক্ষণিকভাবে এখনও কিছু জানা যায়নি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।