প্রচ্ছদ জাতীয় বৃষ্টি কমার সম্ভাবনা নেই: আবহাওয়া অধিদপ্তর

বৃষ্টি কমার সম্ভাবনা নেই: আবহাওয়া অধিদপ্তর

এবার আষাঢ়ে খুব বৃষ্টি হয়নি বললেই চলে। এখন চলছে শ্রাবণ মাস। বর্ষাকালের প্রথম দিকে বৃষ্টি না হলেও শেষের দিকে হয়েছে টানা বৃষ্টি। বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার কারণে বাড়ছে ভোগান্তিও। শনিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, আপাতত বৃষ্টি কমার সম্ভাবনা নেই। আরও বৃষ্টি হতে পারে। এছাড়া নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তিনি আরও বলেন, আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।আবহাওয়া অফিস জানায়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, অঞ্চলে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অথবা ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, মৌসুমী বায়ু ভারতের রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চলসহ ভারতের আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।