প্রচ্ছদ সারাদেশ ময়মনসিংহ বিভাগ বীরাঙ্গনা সখিনা অ্যাওয়ার্ড পেলেন ময়মনসিংহের ১৪ গুণী

বীরাঙ্গনা সখিনা অ্যাওয়ার্ড পেলেন ময়মনসিংহের ১৪ গুণী

বিভিন্ন ক্ষেত্রে প্রশংসনীয় অবদানের স্বীকৃতি স্বরূপ ময়মনসিংহ বিভাগের ১৪ জন গুণী ব্যক্তিকে বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ড দেয়া হয়েছে।

শনিবার বিকেলে ময়মনসিংহ সিটি করপোরেশনের সাহাব উদ্দিন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ময়মনসিংহ সিটি প্রশাসক ইকরামুল হক টিটু আনুষ্ঠানিকভাবে গুণীজনদের হাতে এ সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন।

অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন- সমাজ সেবায় অধ্যাপক ডা. মুকতাদির, আলহাজ এমএ ওয়াহেদ, রাধারচরণ সাহা রায়, প্রকৌশলী মোজাফফর হোসেন, সাহিত্যে- আলী আহাম্মদ খান আইয়োব, মু. আ. লতিফ, শিক্ষায়- আলহাজ আব্দুর রশিদ, ফারুক আহাম্মেদ, সাংবাদিকতায়- হারুন অর রশিদ, কামরান পারভেজ, হায়দার জাহান চৌধুরী, অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, ইকরাম উদ-দৌলা, গবেষণায় প্রকৌশলী মিথুন কুমার দাস।

সংগঠনের সভাপতি ফজর আলীর সভাপতিত্বে ও সাদেকুল ইসলাম সাদেকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ময়মনসিংহ সিটি প্রশাসক ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. একেএম আব্দুর রফিক, প্রফেসর প্রকৌশলী এমএ জিন্নাহ, সংগঠনের সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন সরকার, ক্রিয়েটিভ অ্যাসোসিয়েশনের সভাপতি শাহ আলম ভূঁইয়্যা প্রমুখ।

প্রসঙ্গত, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ‘দি ইলেক্টোরাল কমিটি ফর বীরাঙ্গনা সখিনা সিলভারপেন অ্যাওয়ার্ড কমিটি’র উদ্যোগে ২০১২ সাল থেকে দেশের বিভিন্ন ক্ষেত্রে প্রশংসনীয় ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি স্বরূপ এই অ্যাওয়ার্ড চালু করা হয়।