প্রচ্ছদ রাজনীতি বি. চৌধুরীকে স্বাগত জানিয়েছেন ইনু

বি. চৌধুরীকে স্বাগত জানিয়েছেন ইনু

বিএনপি, গণফোরাম, জেএসডি ও নাগরিক ঐক্যের সমন্বয়ে যে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়েছে, তাতে যোগ না দেওয়ায় বিকল্পধারার সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীকে স্বাগত জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের একদিনের মাথায় সচিবালয়ে নিজ কার্যালয়ে গণমাধ্যমকে তথ্যমন্ত্রী বলেন, ‘বি. চৌধুরী যা বিশ্বাস করেন, সেই বিশ্বাসে অনড় ছিলেন এবং আছেন। এ কারণেই তিনি জাতীয় ঐক্যফ্রন্টে যাননি। এ জন্য তাঁকে সাধুবাদ ও অভিনন্দন জানাই।’

গতকাল শনিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে করে এই জাতীয় ঐক্যফ্রন্টের ঘোষণা দেওয়া হয়। নতুন জোটের আহ্বায়ক করা হয়েছে গণফোরামের সভাপতি ও সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেনকে।

নতুন জোটের পক্ষে সাত দফা দাবি ও ১১ দফা লক্ষ্য ঘোষণা করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।

এই ঐক্যফ্রন্টে বিকল্পধারা বাংলাদেশেরও যুক্ত হওয়ার কথা ছিল। কিন্তু বিকল্পধারা সেখানে যুক্ত না হওয়ার ব্যাপারটি গতকাল সন্ধ্যায়ই সংবাদ সম্মেলনে করে জানিয়ে দেয়। বিকল্পধারার সভাপতি বি. চৌধুরীর বারিধারার বাসভবনে এক সংবাদ সম্মেলনে বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর আবদুল মান্নান (অব.) বলেন, ‘আজকের পর থেকে জাতীয় ঐক্যের নামে বিএনপির সঙ্গে কোনো বৈঠকে বসে জাতিকে বিভ্রান্ত করার সুযোগ বিকল্পধারা দেবে না। স্বাধীনতাবিরোধীদের সঙ্গ ত্যাগ করে জাতীয় সংসদে ভারসাম্যের ভিত্তিতে স্বেচ্ছাচারমুক্ত বাংলাদেশ গড়ার ব্যাপারে কোনো সুস্পষ্ট ঘোষণা বিএনপির পক্ষ থেকে না আসা পর্যন্ত শুধু বিএনপিকে এককভাবে ক্ষমতায় বসানোর জন্য বিকল্পধারা দেশে কোনো চক্রান্তের সঙ্গে সম্পৃক্ত হবে না।’

জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফা দাবি প্রসঙ্গে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সভাপতি হাসানুল হক ইনু বলেন, ‘এগুলোর কোনো ভিত্তি নেই। এই সাত দফার মধ্যে কিছু ওমিশন আর কিছু কমিশন আছে। সাত দফার মাধ্যমে ভূতের সরকার নাজিল করতে চায় ঐক্যফ্রন্ট।’

‘সেই ধরনের ঐক্যফ্রন্টে না যাওয়ায় বিকল্পধারার সভাপতি বি. চৌধুরীকে আমরা অভিনন্দন জানাই,’ যোগ করেন তথ্যমন্ত্রী।