প্রচ্ছদ সারাদেশ বাহুবলে বাস চাপায় স্কুল ছাত্রী নিহত, মহাসড়ক অবরোধ

বাহুবলে বাস চাপায় স্কুল ছাত্রী নিহত, মহাসড়ক অবরোধ

ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি ।। ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার দ্বিগাম্বর বাজারের অদূরে কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অপর এক সড়ক দুর্ঘটনায় ওই বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী নিলীমা আক্তার (৭) নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (১৬ আগষ্ট) দুপুর ১টায়। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ২ ঘন্টারও বেশি সময় মহাসড়ক অবরোধ করে রাখে। নিহত নিলীমা আক্তার উপজেলার হাজীমাদাম গ্রামের খোয়াজ উল্লার কন্যা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় স্কুল ছুটির পর ছাত্রী নিলীমা আক্তার মহাসড়ক পারাপারের সময় সিলেটের দিক থেকে আসা “লণ্ডন এক্সপ্রেস”-এর একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই শিশু নিলীমার মৃত্যু হয়। পরে বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে রাখলে উভয় পার্শ্বে শতশত যানবাহন আটকা পড়ে। দুপুর ২টার পর বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী ও বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী ঘটনাস্থলে পৌঁছে অবরোধ তোলে দিলে যান চলাচল স্বাভাবিক হয় ।