প্রচ্ছদ আইন আদালত বার কাউন্সিলের পরীক্ষা ১৯ ডিসেম্বর

বার কাউন্সিলের পরীক্ষা ১৯ ডিসেম্বর

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

চলতি বছরের ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা। পরীক্ষার দায়িত্ব পালনে ৩০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনোনীত করেছে সরকার।

আজ বুধবার (৯ ডিসেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ রহমত আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিমকোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আয়োজিত আগামী ১৯ ডিসেম্বর আইনজীবীদের তালিকাভুক্তির লিখিত পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কেন্দ্রের বাইরে ও ভেতরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেরিয়াল দায়িত্ব পালনের জন্য প্রথম শ্রেণির ক্ষমতাসম্পন্ন ৩০ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে মনোনীত করা হলো। তাদের নামের পাশে কেন্দ্র এবং এলাকার নাম উল্লেখ করে দেয়া হয়েছে।