প্রচ্ছদ আজকের সেরা সংবাদ বারডেমের আইসিইউ বন্ধ

বারডেমের আইসিইউ বন্ধ

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

বারডেম জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) বন্ধ করে দেয়া হয়েছে। সেখানে চিকিৎসাধীন এক রোগীর করোনা পরীক্ষার ফল পজিটিভ আসায় এমন সিদ্ধান্ত নেয়া হয়।

হাসপাতালের যুগ্ম পরিচালক ডা. নাজিমুল রহমান জানান, গতকাল ওই রোগীর করোনা পরীক্ষার ফল পাওয়ার পরে হাসপাতালের আইসিইউ বন্ধ করে দেয়া হয়েছে।

এছাড়া চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মীসহ ৪০ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।তিনি জানান, গেল ১৪ এপ্রিল ওই রোগীকে হাসপাতালের নেফ্রোলজি বিভাগে ভর্তি করা হয়। ১৮ এপ্রিল তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

পরে তার নমুনা সংগ্রহ করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ (বিএসএমএমইউ) হাসপাতালে পাঠানো হয়, যেটির ফল পজিটিভ আসে। পরে তাকে কুর্মিটোলা হাসপাতালে স্থানান্তর করা হয়।