প্রচ্ছদ রাজনীতি ‘বাজেটে জনগণের কোনো কল্যাণ হবে না’

‘বাজেটে জনগণের কোনো কল্যাণ হবে না’

বাজেটে জনগণের কোনো প্রত্যাশা মিটবে না জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, এই বাজেটে আগামী দিনে আওয়ামী লীগ একটি পরিকল্পিত কারচুপির নির্বাচন করতে যাচ্ছে। তাদের দলীয় নেতাদের চাঙ্গা করার জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে উৎকোচ দেওয়া হবে। এতে জনগণের কোনো কল্যাণ হবে না।

আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত সংহতি সমাবেশে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, এই মুহূর্তে সর্বসম্মতভাবে ঘোষণা করতে চাই, খালেদা জিয়াকে জেলে রেখে বিএনপি এবং ২০ দলীয় জোট কোনো নির্বাচনে যাবে না। জনগণের আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়া কারাগার থেকে মুক্তি পাবেন। আগামী দিনে বিএনপি এবং ২০ দল যদি সরকার পরিচালনার দায়িত্ব পায় তাহলে বর্তমানের রাজনৈতিক কাঠামোর আমূল পরিবর্তন হবে।

খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে আয়োজিত এই সংহতি সমাবেশে সভাপতিত্ব করেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।  সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব প্রমুখ।