প্রচ্ছদ খেলাধুলা ফাইনালে সাকিবকে না পেলেও আত্মবিশ্বাসী মাশরাফি

ফাইনালে সাকিবকে না পেলেও আত্মবিশ্বাসী মাশরাফি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শুক্রবার বিকেলে মাঠে নামবে বাংলাদেশ। তবে ফাইনালের আগে টাইগার শিবিরে শঙ্কা সাকিব আল হাসানকে নিয়ে। পিঠের বাঁ পাশের পেশির চোটে ত্রিদেশীয় ফাইনালে সাকিবে মাঠে নামতে পারবেন কিনা তা এখনও অনিশ্চিত।

বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ের সময় ফিফটি করার পরই চোট পেয়ে মাঠ ছাড়েন সাকিব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফাইনালে শেষ পর্যন্ত যদি সাকিবকে না পাওয়া গেলেও তাকে ছাড়াই মাঠে নামার মানসিক প্রস্তুতিও নিয়ে রেখেছে দল। অধিনায়ক মাশরাফি জানান, সাকিবকে ছাড়াই শিরোপা জয়ের বিশ্বাস আছে দলের।

তিনি বলেন, “সাকিব কত গুরুত্বপূর্ণ বা কত বড় ক্রিকেটার, সেটা আমার মুখ থেকে শুনতে হবে না। সাকিব বাংলাদেশের জন্য কী করে বা কত বড় ক্রিকেটার, সবাই জানে। সাকিব যদি না খেলতে পারে, ওকে মিস করা আমাদের জন্য ভালো খবর অবশ্যই নয়।”

মাশরাফি আরও বলেন, “সাকিবকে ছাড়াও এই ম্যাচ জয়ের সামর্থ্য আমাদের আছে। আমি অধিনায়ক হিসেবে বলব, সাকিব না খেললে, ওর জায়গায় যে খেলবে, সেও পেশাদার ও তারও সামর্থ্য আছে ভালো করার।”