প্রচ্ছদ আজকের সেরা সংবাদ প্রশাসনে রদবদলে বিএনপির দাবি অবান্তর: এইচ টি ইমাম

প্রশাসনে রদবদলে বিএনপির দাবি অবান্তর: এইচ টি ইমাম

প্রশাসনের রদবদলে বিএনপির দাবিকে উড়িয়ে দিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, তাদের দাবি অবান্তর। দলীয় সরকার ক্ষমতায় জেনেই তারা নির্বাচনে এসেছে। প্রশাসনের রদবদলের নামে বিএনপি যা বলছে তাতে পুরো সরকারকেই ওলটপালট করতে হয়।

রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মিডিয়া সেন্টারে ইসির সাথে বৈঠক সেশে তিনি এ কথা বলেন।

এইচ টি ইমাম বলেন, বিএনপি তো মেনেই নিয়েছে এই সরকার ও এই প্রশাসনের নির্বাচনে অংশ নেবে। এখন আবার এই প্রশ্ন কেন। তিনি বলেন, বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি সরকার ও ইসিকে উদ্দ্যেশ করে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে।

আওয়ামী লীগ প্রতিনিধিদলে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম। এছাড়া অন্য সদস্যরা হলেন প্রেসিডিয়াম সদস্য ফারুক খান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হক চৌধুরী নওফেল, ফজিলাতুন্নেসা বাপ্পি, রাশেদুল হক, উপদফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, এস এম কামাল হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য রিয়াজুল কবির কাউসার, তানভীর ইমাম, ড. সেলিম মাহমুদ।