প্রচ্ছদ আজকের সেরা সংবাদ প্রধানমন্ত্রীর ১০ বছরের নির্দেশনা নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন একনেকে

প্রধানমন্ত্রীর ১০ বছরের নির্দেশনা নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন একনেকে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) প্রতিটি সভায় প্রধানমন্ত্রী কিছু নির্দেশনা/অনুশাসন প্রদান করে থাকেন। যেসব নির্দেশনা/অনুশাসন মেনে প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০০৯ থেকে ২০১৯ সাল, এই ১০ বছরে দেয়া এমন অনুশাসন/নির্দেশনা নিয়ে একটি বই প্রকাশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি-একনেক ও সমন্বয় অনুবিভাগ।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অনুষ্ঠিত একনেক সভায় ‘একনেক সভায় মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন: ২০০৯ থেকে ২০১৯’ শিরোনামের বইটির মোড়ক উন্মোচন করা হয়। এই একনেক সভার সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মোড়ক উন্মোচন ও সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের বিষয়টি জানান।

এম এ মান্নান বলেন, ‘এই বইটি আমরা আজ উন্মোচন করেছি। আপনাদের আমরা প্রায়ই বলি, প্রধানমন্ত্রী আমাদের বিভিন্ন মন্তব্য, পর্যবেক্ষণ, অনুশাসন একনেক সভায় দেন। যেগুলো কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি যেসব অনুশাসন দিয়েছেন, সেগুলো আমরা বই আকারে প্রকাশ করেছি। এগুলো প্রধানত প্রকল্প পরিচালকদের হাতে থাকবে। তাদের অন্যান্য বইয়ের সঙ্গে এটা অবশ্যই প্রতিপালনীয়।’

বইয়ে দেখা যায়, এতে প্রথম অনুশাসনটি দেয়া হয়েছে ২০০৯ সালের ১৩ জানুয়ারি। ‘পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের উন্নয়ন’ প্রকল্পের প্রসঙ্গ আসলে তখন প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল ‘প্রকল্পে ভূমি অধিগ্রহণ যতদূর সম্ভব পরিহার করতে হবে। তবে একান্ত প্রয়োজনে সীমিতভাবে ভূমি অধিগ্রহণ করা যেতে পারে।’

আর বইয়ে লিপিবদ্ধ প্রধানমন্ত্রীর শেষ অনুশাসনটি চলতি বছরের ২৫ জুলাইয়ের। ‘বৃহত্তর ফরিদপুর সেচ এলাকা উন্নয়ন প্রকল্প (চতুর্থ পর্যায়)’ প্রকল্পের প্রসঙ্গ আসলে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘সেচ কার্যক্রম সংবলিত প্রকল্পের আওতায় সেচকাজে সৌরশক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে এবং আদুনিক সেচপ্রযুক্তির প্রয়োগসহ উপকারভোগীদের যথাযথ ও মানসম্মত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সেচ দক্ষতা বৃদ্ধি করাতে হবে।’