প্রচ্ছদ আজকের সেরা সংবাদ নিরাপত্তার জন্য সুপ্রিম কোর্টের সব গেট বন্ধ

নিরাপত্তার জন্য সুপ্রিম কোর্টের সব গেট বন্ধ

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টের সামনে অবস্থান নিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। এ জন্য নিরাপত্তার স্বার্থে সুপ্রিম কোর্টে প্রবেশের সব গেট বন্ধ করে দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে হঠাৎ করে উচ্চ আদালতের প্রধান ফটকে অবস্থান নেন দলটির নেতাকর্মীরা। তারা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন।

বিএনপি নেতাকর্মীদের অবস্থানের কারণে সুপ্রিম কোর্টের সামনের সড়কে যানচলাচল ব্যাহত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই সড়কে অচলাবস্থা বিরাজ করছে।

মুহুর্মুহু স্লোগান আর ঝটিকা মিছিল চলাকালে দুপুর ২টার দিকে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এতে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

এদিকে বিএনপি কর্মীদের এ হঠাৎ অবস্থানে দলটির কোনো শীর্ষ নেতাকে দেখা যায়নি।