প্রচ্ছদ আজকের সেরা সংবাদ পেট্রোবাংলা ভবনের আগুন নিয়ন্ত্রণে

পেট্রোবাংলা ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত পেট্রোবাংলা ভবনের ১৪ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা।

তিনি বলেন, সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আর ১০টা ১০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

এর আগে সকাল নয়টা ২৫ মিনিটের দিকে ১৫ তলা ভবনটির ১৪ তলায় আগুন লাগে। খবর পেয়ে তেজগাঁও ও সিদ্দিকবাজার থেকে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে অংশ নেয়। প্রায় আধা ঘণ্টার মতো চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী।

দ্রুত ঘটনাস্থলে আসায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা। এতে ক্ষয়ক্ষতির পরিমাণও কমে আসে।

আগুনে কী পরিমাণ ক্ষতি হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এখন পুড়ে যাওয়া অফিসটিতে তল্লাশি চালানো হচ্ছে। আগুন লাগার পর ভবনটিতে থাকা লোকজন দ্রুত নেমে আসে।