প্রচ্ছদ সারাদেশ রংপুর বিভাগ পঞ্চগড় জেলা পরিষদের উপনির্বাচনে মনোনয়ন জমা দিল ৬ প্রার্থী

পঞ্চগড় জেলা পরিষদের উপনির্বাচনে মনোনয়ন জমা দিল ৬ প্রার্থী

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলা পরিষদ উপনির্বাচনে মনোনয়ন জমা করেছেন ৬জন প্রার্থী। মনোনয়নপত্র বাছাই হবে বুধবার, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯ ফেব্রুয়ারি। আর আগামী ২৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।
প্রার্থীরা হলেন- আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার সাদাত স¤্রাট, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক এমরান আল আমিন, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এড. মির্জা সারোয়ার হোসেন, বিসিক নগর বিসনেস এন্ড টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. দেলদার রহমান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ ও মরহুম জেলা পরিষদ চেয়ারম্যান মো. আমানুল্লাহ বাচ্চুর স্ত্রী জহুরা প্রধান।
মঙ্গলবার বিকেলে প্রার্থীরা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের নিকট মনোনয়নপত্র দাখিল করেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ২৮ ডিসেম্বর পঞ্চগড় জেলা পরিষদের নির্বাচনে ধাক্কামারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে আমানুল্লাহ বাচ্চু টেবিল ফ্যান প্রতীক নিয়ে ১৩৫ ভোট পেয়ে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। পরে চলতি বছরের ৯ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। পরে আইন অনুযায়ী পঞ্চগড় জেলা পরিষদের শুন্য চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পঞ্চগড় জেলার পাঁচ উপজেলার ৫টি উপজেলা পরিষদ, ২টি পৌরসভা (পঞ্চগড় ও বোদা), ৪৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচিত ৫৯৪ জন জনপ্রতিনিধি জেলা পরিষদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন।