প্রচ্ছদ সারাদেশ রংপুর বিভাগ পঞ্চগড়ে ডিবি পুলিশ কর্তৃক আটকের পর আতঙ্কে মাদকাসেবী যুবকের মৃত্যু

পঞ্চগড়ে ডিবি পুলিশ কর্তৃক আটকের পর আতঙ্কে মাদকাসেবী যুবকের মৃত্যু

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে গোয়েন্দা (ডিবি) পুলিশ কর্তৃক আটকের পর আতঙ্কে কাজল শেখ মাজু (৫০) নামে এক মাদকাসেবী যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাত ১২টা নাগাদ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে সে মারা যায়। নিহত কাজল শেখ মাজু পঞ্চগড় শহরের ঢাকাইয়া পট্টি এলাকার মৃত্ হযরত আলীর ছেলে।

সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) সুদর্শন কুমার রায় জানান, রাত সাড়ে ১০ টার দিকে শহরের বানিয়াপাড়া এলাকায় এক পুড়িয়া গাঁজাসহ মাজুকে আটক করে ডিবি পুলিশ। তাকে ভ্রাম্যমান আদালতে নেওয়ার সময় আতঙ্কে সে অসুস্থ হয়ে পরে। দ্রুত তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় স্বাসকষ্ট শুরু হলে সে মারা যায়।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জিল্লুর রহমান বলেন, রোগীকে হাসপাতালে আনার পর হাতে ব্যাথার কথা জানায়। তিনি নিজেই গ্যাস এবং ব্যাথানাষক টেবলেটের কথা বলেন। রাত ১২ টার দিকে তাকে ভর্তি করা হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ সময় স্বাসকষ্ট শুরু হলে ৫ মিনিটের মধ্যে রোগী মারা যায়। প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হার্ট এ্যাটাক জনিত মৃত্যু।