প্রচ্ছদ খেলাধুলা ‘নেইমারকে থামানো কঠিন হয়ে যাচ্ছে’

‘নেইমারকে থামানো কঠিন হয়ে যাচ্ছে’

গেল ফেব্রুয়ারিতে ইনজুরির শিকার হওয়া নেইমারকে নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠার শেষ ছিল না। শঙ্কার কালো মেঘ সরিয়ে ব্রাজিলের বিশ্বকাপ ক্যাম্পে যোগ দিয়েছেন নেইমার। প্রতিদিনই দলের সঙ্গে করছেন অনুশীলন। সতীর্থকে খুব কাছ থেকেই দেখছেন ব্রাজিলিয়ান রাইট-ব্যাক ড্যানিলো।

সেই পর্যবেক্ষণ থেকেই ভালো একটা খবর দিলেন তিনি। জানালেন, আগামী ১৭ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে শতভাগ ফিট নেইমারকেই দেখা যাবে। তার আগেই আগামী রোববার মাঠে নামছেন পিএসজি স্ট্রাইকার। অ্যানফিল্ডে প্রীতি ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। ম্যাচটিকে অগ্রাধিকার দিয়ে অনুশীলনে সবটুকু নিংড়ে দিচ্ছেন নেইমার।

নিজেদের দেশে বিশ্বকাপ ক্যাম্প করার পর ইংল্যান্ডে তাঁবু টানিয়েছে ব্রাজিল। বুধবার লন্ডনে অনুশীলন শেষে গণমাধ্যমকে ড্যানিলো বলেছেন, ‘এই দশদিনে আমি তার (নেইমার) সাথে অনেক কথা বলেছি। সবময়ই অনুশীলনে তাকে মোকাবেলা করেছি। প্রতিদিনই সে উন্নতি করছে, আরো গতিশীল হয়ে উঠছে এবং তাকে থামানো কঠিন হয়ে যাচ্ছে।’

ড্যানিলো আশাবাদী বিশ্বকাপে শতভাগ ফিট নেইমারকে দেখা যাবে। ম্যানচেস্টার সিটির রক্ষণপ্রহরী বলেছেন, ‘আমি আশাবাদী বিশ্বকাপে শতভাগ ফিট না হলেও এর কাছাকাছি দেখা যাবে নেইমারকে। কারণ তিনি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ।’

অবশ্য যিনি কথা বলছিলেন সেই ড্যানিলোর-ই বিশ্বকাপ খেলা অনিশ্চিত ছিল। পিএসজি ডিফেন্ডার দ্যানি আলভেজের চোট খুলে দিয়েছে সিটি তারকার স্বপ্নের বিশ্বকাপ দরজা। ড্যানিলো মানছেন আলভেজের ইনজুরিতে কিছুটা হলেও ধাক্কা খেয়েছে ব্রাজিল। তিনি বলেছেন, ‘দানি আলভেজের ইনজুরিটা আমাদের জন্য দুঃসংবাদ। তিনি থাকলে দল আরো শক্তিশালী হতো। তার শূন্যতা পুষিয়ে দিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।’