প্রচ্ছদ রাজনীতি নির্বাচনের তফসিল ঘোষণা পেছানোর দাবিতে ইসিকে ঐক্যফ্রন্টের চিঠি

নির্বাচনের তফসিল ঘোষণা পেছানোর দাবিতে ইসিকে ঐক্যফ্রন্টের চিঠি

ক্ষমতাসীন দলের সঙ্গে সংলাপ শেষ হওয়ার পর একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা পেছানোর দাবিতে ইসিকে চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।

শনিবার বিকেল সাড়ে তিনটা জাতীয় ঐক্যফ্রন্টের এক নেতাকে দিয়ে নির্বাচন কমিশনে এ চিঠি পাঠানো হয়ছে বলে জানা গেছে।

জানা যায়, প্রধান নির্বাচন কমিশন বরাবর জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনের পক্ষ থেকে একটি চিঠি পৌঁছে দেবেন গণফোরামের গণমাধ্যম কর্মকর্তা রফিকুল ইসলাম পথিক।

এ বিষয়ে জানতে চাইলে রফিকুল ইসলাম পথিক বলেন, আমি চিঠি নিয়ে যাচ্ছি। তফসিল ঘোষণার দাবি জানানো হচ্ছে এই চিঠিতে।

এর আগে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতির নেতৃত্বে ১৪ দলের সঙ্গে গত বৃহস্পতিবার গণবভবনে ড. কামাল হোসেনের নেতৃত্বে প্রায় পৌনে চার ঘণ্টার সংলাপ করেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।

গত ১৩ অক্টোবর ড. কামাল হোসেনের নেতৃত্বে বিএনপিসহ চারটি দলের সমন্বয়ে নতুন রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্ট আত্মপ্রকাশ করে।