প্রচ্ছদ আর্ন্তজাতিক নির্ধারিত সময়েই কিম-ট্রাম্পের বৈঠক হবে

নির্ধারিত সময়েই কিম-ট্রাম্পের বৈঠক হবে

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে পূর্বনির্ধারিত সময় ও স্থানে বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইনের সঙ্গে কিম জং উনের আকস্মিক বৈঠকের পর ট্রাম্প বলেন, নির্ধারিত সময়ে বৈঠকের ব্যাপারে আশাবাদী তিনি। এতে কোনো পরিবর্তন আসবে না বলেও জানান দেন ট্রাম্প। কিম জং উনের সঙ্গে শনিবারের বৈঠকের পর সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বলেন, দ্বিতীয় দফার বৈঠকেও পরমাণু নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতির কথা জানিয়েছেন উত্তরের নেতা কিম।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠকের বিষয়টি আয়োজনের ব্যাপারে পুনরায় নিশ্চিত করতেই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে পানমুনজমে বৈঠক করেন সর্বোচ্চ নেতা কিম জং উন। আগামী ১২ জুন সিঙ্গাপুরে দুই নেতার ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠানের কথা রয়েছে।