প্রচ্ছদ জাতীয় নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের তথ্য জমা দেওয়ার সময় বাড়ল

নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের তথ্য জমা দেওয়ার সময় বাড়ল

প্রথম থেকে পঞ্চম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তথ্য দেওয়ার সময় বৃদ্ধি করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। তথ্য দেওয়ার সময়সীমা ২৬ জুন থেকে বাড়িয়ে ৩০ জুন করা হয়েছে।

সোমবার এনটিআরসিএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল রোববার এনটিআরসিএ এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করে।

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকা তৈরি উদ্যোগে ১ম থেকে ৫ম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের তথ্য চেয়ে গত ১০ জুন গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। ওই গণবিজ্ঞপ্তিতে তথ্য দেওয়ার শেষ তারিখ ২৬ জুন উল্লেখ থাকলেও তা বাড়িয়ে ৩০ জুন করা হয়েছে।

২৪ জুন প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে প্রথম থেকে পঞ্চম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আগামী ৩০ জুনের মধ্যে এনটিআরসির www.ntrca.gov.bd অথবা http://ntrca.teletalk.com.bd ওয়েবসাইটের পরীক্ষা সংক্রান্ত লিংকে প্রবেশ করে আবশ্যকীয় তথ্য পূরণ করতে অনুরোধ করেছে এনটিআরসিএ।