প্রচ্ছদ আর্ন্তজাতিক নাইজেরিয়ায় জাতিগত সংঘর্ষে নিহত ৮৬

নাইজেরিয়ায় জাতিগত সংঘর্ষে নিহত ৮৬

নাইজেরিয়ায় আদিবাসী কৃষক ও রাখাল সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘর্ষে অন্তত ৮৬ জন নিহত হয়েছে। গত চার দিনে আদিবাসী বেরোম কৃষক ও ফুলানি রাখাল সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৩ জুন) কৃষকরা রাখালদের ওপর হামলা চালালে তাদের পাঁচ জন নিহত হয়। এরপর সংঘর্ষ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। রোববারের সংঘর্ষে বেশিরভাগ মানুষ নিহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঐ এলাকায় জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। এছাড়া বেশ কিছু মোটরসাইকেল ও যানবাহন ছাড়াও ৫০টির বেশি বাড়ি ঘড় পুড়িয়ে দেয়া হয় বলে জানায় তারা। এ ঘটনাকে অনাকাঙ্খিত ও দুঃখজনক উল্লেখ করে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি।