প্রচ্ছদ সারাদেশ নরসিংদীতে করোনায় একজনের মৃত্যু, নতুন আক্রান্ত আরও ৯ জন

নরসিংদীতে করোনায় একজনের মৃত্যু, নতুন আক্রান্ত আরও ৯ জন

নরসিংদী :

নরসিংদীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে  একজন (৫০) মারা গেছেন। আর নতুন করে আরও ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ২১৭ জনে দাঁড়ালো। এছাড়া ইতোমধ্যে সুস্থ হয়েছেন ১৪০ জন। 

জানা গেছে, নিহতের ব্যক্তি হলো নরসিংদী সদর উপজেলার পাচঁদোনার নিখিল (৫০)। তিনি তার বাড়িতে হোম কোয়ারেন্টিন থাকা অবস্থায় মারা যান। এর আগে তার করোনা উপসর্গ দেখা দিলে গত শুক্রবার নরসিংদী সিভিল সার্জনের স্টাফ তার বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করেন। 

আজ রোববার (১০ মে) এ ব্যাপারে সিভিল সার্জন ডাক্তার মো. ইব্রাহিম টিটন জানান, ওই ব্যক্তির  রিপোর্ট হাতে এসেছে এতে তার করোনা পজিটিভ আসে। নতুন একজনসহ এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ জন।  এদিকে নরসিংদী নতুন করে করোনায় আক্রান্তরা সবাই নরসিংদী সদর উপজেলার বাসিন্দা। 

নরসিংদী সিভিল সার্জন ডাক্তার মো. ইব্রাহিম টিটন জানান, জেলায় নতুন করে আরও ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ২১৭ জনে দাঁড়ালো। আক্রান্তদের মধ্যে নরসিংদী সদরে ১২৫ জন, শিবপুরে ১৮, পলাশে ১৭ জন, মনোহরদীতে ৫ জন, বেলাবতে ২৫ জন ও রায়পুরায় ২৭ জন রয়েছেন।