প্রচ্ছদ আজকের সেরা সংবাদ ধীরে করোনা পরীক্ষার নির্দেশ ট্রাম্পের

ধীরে করোনা পরীক্ষার নির্দেশ ট্রাম্পের

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

ওকলাহোমায় নির্বাচনী র‌্যালিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ধীরগতিতে করোনা ভাইরাস পরীক্ষার নির্দেশ দিয়েছেন কর্মকর্তাদের। কারণ, দেশে খুব বেশি সংখ্যক মানুষের করোনা শনাক্ত হচ্ছে। ওকলাহোমার তুলসায় আয়োজিত র‌্যালিতে তিনি বলেন, যদি আপনি বিস্তৃত পরিসরে পরীক্ষা করতে যান, তাহলে অনেক বেশি মানুষের মধ্যে করোনা পাবেন। এটা একটা বাজে জিনিস। তাই আমি বলে দিয়েছি, করোনা পরাীক্ষা স্লো বা ধীরে করতে।

করোনা ভাইরাসকে প্রেসিডেন্ট ট্রাম্প ‘কুং ফ্লু’ সহ বেশ কয়েকটি নামে অভিহিত করেন। এর মধ্যে কুং ফ্লু নামটি চীনকে উদ্দেশ্য করে ব্যবহার করেন তিনি। এ যাবত এই করোনা মহামারিতে যুক্তরাষ্ট্রে মারা গেছেন প্রায় এক লাখ ২০ হাজার মানুষ।

তবে সরকারি এই হিসাবের চেয়ে বেসরকারি হিসাবে মৃতের সংখ্যা অনেক বেশি বলে বিশ্বাস করেন স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞরা। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।