প্রচ্ছদ জাতীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি : পদক্ষেপ নেওয়ার দাবি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি : পদক্ষেপ নেওয়ার দাবি

পবিত্র রমজান মাসের শুরুতে মজুতকারী মুনাফাখোরদের সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশের সাম্যবাদী দল (এম এল)।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে সংগঠনের নেতারা এ দাবি জানান।

প্রধান অতিথির বক্তব্যে প্রাক্তন মন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে মজুদদার মুনাফাখোররা সুপরিকল্পিতভাবে সিন্ডিকেট করে বাজার মনিটরিংয়ের অভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দিগুণ করেছে। এতে জনগণের আর্থিক দুরগতি বৃদ্ধি পেয়েছে। ফলে সরকারের প্রতি জনগণের নেতিবাচক মনোভাবকে কাজে লাগিয়ে সাম্প্রদায়িক অপশক্তি বিএনপি দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চক্রান্ত ও ষড়যন্ত্র করতে পারে।

অপশক্তিরা যাতে কোনো সুযোগ না পায় সে লক্ষ্যে দ্রব্যমূল্যের দাম জরুরি ভিত্তিতে নিয়ন্ত্রণের জণ্য সরকারের প্রতি আহ্বান জানান দিলীপ বড়ুয়া।

মানববন্ধনে সাম্যবাদী দলের ঢাকা মহানগর সম্পাদক কমরেড বাবুল বিশ্বাস, অ্যাডভোকেট বীরেন সাহা, সুলতান আহমেদ বিশ্বাস,  সাইমুন হক আবদার,  নূর আলম খান প্রমুখ বক্তব্য রাখেন।