প্রচ্ছদ খেলাধুলা দ্বিতীয় রাউন্ডে উঠতে ব্রাজিলের যে সমীকরণ

দ্বিতীয় রাউন্ডে উঠতে ব্রাজিলের যে সমীকরণ

উত্তেজনাপূর্ণ ম্যাচে রাতে সার্বিয়ার বিপক্ষে মাঠে নামছে রাশিয়া বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল ব্রাজিল। এই দুই দলের সামনেই গ্রুপ চ্যাম্পিয়ন অথবা গ্রুপ রানার্স-আপ হওয়ার সুযোগ রয়েছে। আবার বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ারও শঙ্কা রয়েছে। তবে কোন দলের ভাগ্যে কি আছে আজ বুধবার রাতে তা মস্কোর স্পার্তাক স্টেডিয়ামে পরিষ্কার হবে।

‘ই’ গ্রুপের দুই খেলায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের পয়েন্ট ৪। সমান পয়েন্ট সুইজারল্যান্ডেরও। সার্বিয়ার পয়েন্ট ৩; প্রথম খেলায় কোস্টারিকাকে হারালেও পরেরটিতে সুইসদের কাছে হেরে যায় তারা। আজ ড্র করলেই দ্বিতীয় রাউন্ড যাওয়া নিশ্চিত হবে তিতের দলের; সেটি গ্রুপ রানার্স-আপ হিসেবে হলেও। আর সার্বিয়াকে হারাতে পারলে ব্রাজিলের পয়েন্ট হবে ৭। অন্য ম্যাচে কোস্টারিকাকে হারালে সুইজারল্যান্ডেরও তাই। পয়েন্ট, গোল পার্থক্য, গোল করা সব সমান হয়ে গেলে গ্রুপ চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হবে ডিসিপ্লিনারি রেকর্ড অনুযায়ী। এখানে ব্রাজিলের তিনটি হলুদ কার্ড, সুইজারল্যান্ডের চারটি।

আর যদি হেরে যায় ব্রাজিল? তাহলে তো সার্বিয়ার পয়েন্ট হয়ে যাবে ৬। অন্য ম্যাচে সুইসরা ড্র করলেও তাদের পয়েন্ট ৫। অবিশ্বাস্য ঘটনাই ঘটতে পারে তখন। শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে রাশিয়ায় আসা ব্রাজিল তখন বিদায় নেবে প্রথম রাউন্ড থেকেই।

এদিকে, ব্রাজিলের জন্য বড় ধাক্কা হতে পারে ঊরুর মাংসপেশির ইনজুরির কারণে দানিলো এবং হ্যামস্ট্রিং ইনজুরির কারণে দগলাস কস্তার ছিটকে যাওয়া।