প্রচ্ছদ হেড লাইন দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৯ ও আক্রান্ত ৪৩৪ জন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৯ ও আক্রান্ত ৪৩৪ জন

 

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৪৩৪ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এ সময় মৃত্যু হয়েছে ৯ জনের ।

এ নিয়ে দেশে করোনায় মোট ১১০ জনের মৃত্যু হয়েছে। আর দেশে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৩৩৮২ জন।

আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

২৫ মার্চ প্রথমবার আইইডিসিআর জানায়, বাংলাদেশে সীমিত পরিসরে ‘কমিউনিটি ট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত সারাবিশ্বে ২৪ লাখ ৮১ হাজার ২৮৭ জন এ ভাইরাসে এ আক্রান্ত হয়েছেন। আর এ ভাইরাস সংক্রমণে মৃত্যু হয়েছে এক লাখ ৭০ হাজার ৪৩৬ জনের।