প্রচ্ছদ হেড লাইন করোনাভাইরাসে বাংলাদেশে মারা যাওয়া অর্ধেকই ষাটোর্ধ্ব

করোনাভাইরাসে বাংলাদেশে মারা যাওয়া অর্ধেকই ষাটোর্ধ্ব

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

গেল ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা দেশে নতুন করে করোনাভাইরাসে ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সবাই চল্লিশোর্ধ্ব। 

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়, ২৪ ঘন্টায় ২ হাজার ৭৭৯টি নমুনা পরীক্ষা করে ৪৩৪ জন নতুন করে শনাক্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৪১৮ জন। ডা. নাসিমা সুলতানা জানান, ২৪ ঘন্টায় যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ৩ জন ষাটোর্ধ্ব। তিনজনের বয়স ৫০ থেকে ৬০। বাকি তিন জনের বয়স  ৪০ থেকে ৫০। 

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জানান, এর মধ্যে ৫ জন পুরুষ ও ৪ জন নারী। এই নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১০ জনে।তিনি বলেন, নতুন সুস্থ হয়েছেন ২ জন। করোনায় মোট সুস্থ হয়েছেন ৮৭ জন।