প্রচ্ছদ সারাদেশ রংপুর বিভাগ দীর্ঘ দিনের অাশা পূরণ হল ঠাকুরগাঁও বাসীর

দীর্ঘ দিনের অাশা পূরণ হল ঠাকুরগাঁও বাসীর

স্টাফ রিপোর্টার।। ঠাকুরগাঁওয়ে ট্রেন সার্ভিস চালু হওয়ায় ঠাকুরগাঁওবাসীর দীর্ঘ দিনের স্বপ্নের দাবি পূরণ হলো।

শনিবার সকালে ঠাকুরগাঁও রেল স্টেশনে পঞ্চগড়-ঢাকা আন্তনগর ট্রেনের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। এ সময় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সাধারণ মানুষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে রেল স্টেশন এলাকা।

বক্তব্য শেষে যাত্রীদের মাঝে ফুলেল শুভেচ্ছা জানান অতিথিরা। পরে ট্রেনটি ঠাকুরগাঁও থেকে ঢাকার উদ্দেশে রাওনা দেয়।

দীর্ঘতম রেলপথ পঞ্চগড় থেকে ঢাকা রুটে শুরু হলো সরাসরি আন্তনগর রেল যোগাযোগ।

এর অাগে সকালে পঞ্চগড় রেল স্টেশনে রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল কালাম আজাদ এর উদ্বোধন করেন।

এ সময় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কাজী রফিকুল আলম, পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম সুজন, জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহম্মদ গোলাম আযম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার সাদাত সম্রাটসহ প্রমূখ উপস্থিত ছিলেন

ঢাকার উদ্দেশে পঞ্চগড় থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ঠাকুরগাঁও পৌঁছাবে রাত ৯টা ৪০মিনিটে এবং দ্রুতযান এক্সপ্রেস সকাল ৮টায়।