প্রচ্ছদ সারাদেশ রংপুর বিভাগ তেঁতুলিয়ায় মাদক বিরোধী অভিযানে ৪ মাদকসেবীর কারাদন্ড

তেঁতুলিয়ায় মাদক বিরোধী অভিযানে ৪ মাদকসেবীর কারাদন্ড

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মাদক বিরোধী অভিযানে ৩ জন মাদক সেবনকারীকে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ মে) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সানিউল ফেরদৌস এ দন্ডাদেশ প্রদান করেন।

তেঁতুলিয়া মডেল থানা পুলিশ অভিযুক্তদেরকে সদর ইউনিয়নের গুয়াবাড়ী গ্রামস্থ জনৈক রফিকুল ইসলামের বাড়ীতে বসে গাঁজা সেবন করাকালে হাতে নাতে আটক করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করলে নির্বাহী হাকিম শুনানী শেষে তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে পঞ্চগড় জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

সাজাপ্রাপ্ত মাদক সেবনকারীরা হলেন- তিরনইহাট ইউনিয়নের হাকিমপুর গ্রামের আহাম্মদ আলীর পুত্র মো. শহিদুল ইসলাম (৪০), ঠাকুরগাঁও জেলার বালিয়াডাংগী উপজেলার ফুলতলা গ্রামের সাদেকুল ইসলামের পুত্র ওমর ফারুক (২২) এবং একই উপজেলার দোহসুহ তেরঘটিয়া গ্রামের ফারুক হোসেন (২২)।

অপরদিকে, বুধবার (২৩ মে) বিকেলে উপজেলার শতদল আদর্শ গ্রামের খলিলুর রহমানের পুত্র মাইনদ্দিন ওরফে মানিক (২৪) নামের এক মাদক সেবনকারীকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।