প্রচ্ছদ খেলাধুলা তুরিনে রোনালদোর জার্সি বিক্রির ধুম

তুরিনে রোনালদোর জার্সি বিক্রির ধুম

জুভেন্টাসের সাদা-কালো জার্সিতে তাকে কেমন লাগবে, সেটা বোঝা যাবে আগামী সোমবার। কারণ ওই দিনই ক্রিস্টিয়ানো রোনালদোকে নিজেদের সমর্থকদের সামনে আনুষ্ঠানিকভাবে তুলে ধরবে জুভরা।

তার আগেই অবশ্য রোনালদোর ৭ নম্বর সাদা-কালো জার্সি বাজারে চলে এসেছে। সেই জার্সির চাহিদা এতোটাই যে তুরিনে জুভেন্টাসের নিজস্ব শপিংমলে আসার এক ঘণ্টার মধ্যেই সব শেষ হয়ে যায়। এতোটা আশা করেনি জার্সি তৈরির দায়িত্বে থাকা সংস্থাও।

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার রোনালদো ক্লাবে পা রাখার আগেই যেন সমর্থকদের জন্য পর্যাপ্ত জার্সি বানানো হয়।

সব মিলিয়ে জুভেন্টাসে এখন উৎসবের আমেজ। আর উৎসবের তুরিনে রোনালদোর জার্সি বিক্রির ধুম। স্থানীয়দের টুইটারের পোস্টে দাবি করা হচ্ছে, সেখানে এখন প্রতি মিনিটে সিআর সেভেনের একটা করে জার্সি বিক্রি হচ্ছে।

ক্লাবের মহাতারকা ফুটবলারের আসন্ন আগমনকে স্মরণীয় করতে নানা প্রস্তুতিও শুরু হয়ে গেছে। জুভেন্টাসের ফুটবলারদের মধ্যেও উৎসাহের কমতি নেই। জার্মানির স্যামি খেদিরা যেমন রিয়ালে রোনালদোর সঙ্গে খেলেছেন। এখন তিনি জুভেন্টাসে।

খেদিরার প্রতিক্রিয়া, ‘তার সঙ্গে রিয়ালে দারুণ সময় কাটিয়েছি। আবার জুভেন্টাসেও তার সঙ্গে খেলব ভাবতেই পারছি না। সত্যিই তর সইছে না।’

রোনালদো আসায় যার গুরুত্ব অনেকটাই কমে যাবে বলে মনে করা হচ্ছে, সেই আর্জেন্টাইন পাওলো দিবালাও রোনালদোকে শুভেচ্ছাই জানিয়েছেন।

মহাতারকাকে দলে টানতে ১০৫ মিলিয়ন ইউরোতে চুক্তি করে জুভেন্টাস ও রিয়াল মাদ্রিদ। চুক্তিটা ২০২২ সাল পর্যন্ত। এই চার বছরে আনুষঙ্গিক সুযোগ সুবিধাসহ বার্ষিক ৩০ মিলিয়ন ইউরো করে বেতন পাবেন সিআর সেভেন।