প্রচ্ছদ খেলাধুলা তিতের ফরমেশন ৪-৪-২

তিতের ফরমেশন ৪-৪-২

গ্রুপ পর্বের তিন ম্যাচেই ৪-৩-৩ ফরমেশনে দল সাজান তিতে। তবে শেষ ষোলোর লড়াইয়ে নেমে কৌশলটা একটু বদলে নেন ব্রাজিল কোচ। মেক্সিকোর আক্রমণাত্মক ফুটবলের বিপরীতে মাঝমাঠকেই হাতিয়ার হিসেবে বেছে নেন তিনি। দল নামান ৪-৪-২ ফরমেশনে। তাতে একটু দেরি হলেও সাফল্য আসে ঠিকই। সেমিতে ওঠার লড়াইয়ে রোমেলু লুকাকু আর এডেন হ্যাজার্ডদের মতো আক্রমণনির্ভর প্রতিপক্ষের বিপক্ষে আজ হয়তো ৪-৪-২ ফরমেশনই ফলো করবেন সেলেসাওদের কোচ।

কাজান অ্যারেনায় বাংলাদেশ সময় রাত ১২টায় বেলজিয়ামের মুখোমুখি হবে ব্রাজিল। বাঁচা-মরার এই লড়াইয়ে টিকে থাকার জন্য আক্রমণের চেয়ে রক্ষণ ও মাঝমাঠকেই গুরুত্ব দিতে পারেন তিতে। সেক্ষেত্রে আক্রমণভাগে নেইমারের পাশে দেখা যেতে পারে গাব্রিয়েল জেসুসকে। তবে জেসুসের পরিবর্তে শুরুর একাদশে রবার্তো ফিরমিনোকেও পাঠাতে পারেন ব্রাজিলিয়ান গুরু। আর মাঝমাঠ সাজতে পারে বাঁ থেকে ফিলিপ কুতিনহো, ফার্নান্দিনহো, পাওলিনহো আর উইলিয়ানে। দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় বেলজিয়ামের বিপক্ষে নিষিদ্ধ থাকছেন রিয়াল মাদ্রিদে তারকা ক্যাসেমিরো। তার শূন্যস্থানটা পূরণ করার বেশি সম্ভাবনা ম্যানচেস্টার সিটির ফার্নান্দিনহোর। তবে রক্ষণভাগে আসতে পারে এক পরিবর্তন। চোটের কারণে মাঠের বাইরে থাকা মার্সেলো ভিয়েরা ফেরায় জায়গা ছাড়তে হবে মেক্সিকো ম্যাচে লেফট ব্যাকের দায়িত্বে থাকা ফিলিপে লুইসকে। রাইটব্যাকে আগের মতো ফাগনারের ওপরই ভরসা রাখতে পারেন ব্রাজিল কোচ। সেন্ট্রাল ব্যাকে মিরান্ডা ও থিয়েগো সিলভার কাঁধেই দায়িত্ব দেবেন তিনি। এদিকে বেলজিয়াম কোচ রর্বাতো মার্টিনেজ ব্রাজিল-বধে বাছতে পারেন ৩-৪-২-১ ফরমেশন। এখন পর্যন্ত এ ফর্মুলাই অনুসরণ করেছেন তিনি। গ্রুপ পর্বের তিন ম্যাচের পাশাপাশি শেষ ষোলোতে জাপানের বিপক্ষেও ছিল মার্টিনেজের পছন্দের এই ফরমেশন। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের আটকে দিতে আজও বোধ হয় পুরনো কৌশলটাই অবলম্বন করবেন এই স্প্যানিশ কোচ। এমন কিছু হলে আক্রমণভাগের মূল দায়িত্বটা থাকবে লুকাকুর ওপর। তার নিচে দুই উইংয়ে রাখা হতে পারে ড্রিয়েস মেটেন্স ও হ্যাজার্ডকে। মিডফিল্ডে দেখা যেতে পারে ইয়ানিক কারাসকো, অ্যাক্সেল উইটসেল, কেভিন ডি ব্রইন আর থমাস মিউনিয়ের। গোলরক্ষকের দায়িত্বটা বরাবরের মতো থিবাউত কুর্তোয়ার কাঁধে থাকবে। তার সামনে বেলজিয়াম রক্ষণ পাহারায় থাকতে পারেন লেফটব্যাকে জন ভারটংঘেন এবং রাইটব্যাকে নামার খুব বেশি সম্ভাবনা আল্ডারউইরাল্ডের। তবে সেন্টারে ম্যানচেস্টার সিটির তারকা ডিফেন্ডার ভিনসেন্ট কম্পানিই মার্টিনেজের প্রধান রক্ষণ দেয়াল।