প্রচ্ছদ খেলাধুলা ঢাকা টেস্টের আগে অনুশীলনে ইনজুরিতে মুশফিক

ঢাকা টেস্টের আগে অনুশীলনে ইনজুরিতে মুশফিক

প্রথমবারের মতো দেশের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। ২০১৪ সালের পর প্রথম কোনও টেস্ট সিরিজ জয়ের সুযোগ, সব সম্ভাবনাই ঢাকা টেস্টকে ঘিরে। চট্টগ্রাম টেস্টে ক্যারিবীয়ানদের নাস্তানাবুদ করে এত সব সুযোগ সৃষ্টি করেছে টিম টাইগার্সরা।১-০ তে এগিয়ে থেকেই ফুরফুরে মেজাজে অনুশীলনে বাংলাদেশ দল। ঠিক এমন সময় দুঃসংবাদ পাওয়া গেল বাংলাদেশ শিবির থেকে। ইনজুরিতে পড়েছেন টাইগার উইকেটরক্ষক মুশফিকুর রহিম।আজ বুধবার মিরপুরের ইনডোরে অনুশীলনের সময় হাতের বুড়ো আঙুলে ব্যথা পান মুশফিক। তবে স্বস্তির সংবাদ জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী।তিনি বলেন, ‘ও একটু আঙুলে ব্যথা পেয়েছে। আমরা একটু আগে এক্স-রে করেছি। রিপোর্ট দেখে কোনও চিড় পাইনি। আমার মনে হয় এটা গুরুতর কিছু না। তবে যেহেতু একটা ব্যথা পেয়েছে কাজেই আজ পুরোপুরি বিশ্রামে থাকবে।’তাই আপাতত ঢাকা টেস্টে ৩১ বছর বয়সী মুশফিকের খেলা নিয়ে সংশয় নেই বললেই চলে।সাম্প্রতিক তামিমবিহীন বাংলাদেশ দলে সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। অনেকের মতে, দেশ সেরা ব্যাটসম্যানও তিনি।তার প্রমাণ দেশের একমাত্র ক্রিকেটার হিসেবে টেস্টে দুটি দ্বিশতকের মালিক তিনি। সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে ২১৯ রানের লড়াকু ইনিংসটি খেলেন এই ডানহাতি ব্যাটসম্যান।