প্রচ্ছদ হেড লাইন ঢাকার ৫ স্থানে ফিল্ড হাসপাতাল স্থাপনের সিদ্ধান্ত

ঢাকার ৫ স্থানে ফিল্ড হাসপাতাল স্থাপনের সিদ্ধান্ত

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজধানীর পাঁচ স্থানে ফিল্ড হাসপাতাল বানানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

শুক্রবার (৯ জুলাই) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের টিকাদান কেন্দ্র পরিদর্শনে এসে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিঞা এ তথ্য জানান।

তিনি বলেন, এই মুহূর্তে ঢাকায় ফিল্ড হাসপাতালের প্রয়োজন নেই, এর পরও আগাম প্রস্তুতি হিসেবে ফিল্ড হাসপাতাল বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

করোনা রোগীদের জন্য আইসিইউ সংকট রয়েছে কিনা এ প্রসঙ্গে লোকমান হোসেন বলেন, বর্তমানে হাসপাতালগুলোতে আইসিইউ সংকট নেই। ঢাকায় যে কয়টি কোভিড ডেডিকেটেড সরকারি হাসপাতালগুলো রয়েছে, অধিকাংশতেই পর্যাপ্ত আইসিইউ রয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টারসহ রাজধানীর ৫টি স্থানে করোনা ফিল্ড হাসপাতাল করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বল্পতম সময়ের মধ্যে এগুলো চালু করা হবে বলে জানান স্বাস্থ্যসেবা সচিব।