প্রচ্ছদ সারাদেশ ঠাকুরগাঁওয়ের মানুষ এখনো ঘুরে বেড়াচ্ছে যত্রতত্র

ঠাকুরগাঁওয়ের মানুষ এখনো ঘুরে বেড়াচ্ছে যত্রতত্র

 
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
স্বাস্থ্যকর্মী, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিকরা জীবনের ঝূঁকি নিয়ে কাজ করছে।তারপরো ঠাকুরগাঁওয়ের মানুষ এখনো ঘুরেবেড়াচ্ছে যত্রতত্র,বুঝতে চাচ্ছেনা করোনা ভাইরাস কি?যতদিন যাচ্ছে ততই করোনাভাইরাস পৃথিবীতে ক্রমশই যেন জমদূতের মত পরিণত হচ্ছে।আস্তে আস্তে পুরো পৃথিবীকেই গ্রাস করে নিচ্ছে।
পুরো পৃথিবীই আজ অসুস্থ।  তারপরও মানুষ সচেতন হচ্ছে না। অবাধে চলাফেলা করছে। জনসমাগম এড়িয়ে চলছে না। এর ভয়াবহতা কেনো যে প্রিয় মাতৃভূমি ঠাকুরগাঁওয়ে মানুষ বুঝতে চায় না, বুঝেও না। তা বোধগম্য নয়।এখনো সেই হিসাব কষে যাচ্ছে যে বাংলাদেশের তাপমাত্রায় করোনা কিছুই করতে পারবে না। আপনাদের এ ধারনা একেবারেই ভুল হতে পারে।আর গ্রাম অঞ্চলে দিকে তাকালে এখনো দেখা যায় ছোট ছেলেগুলো আগের মতই ক্রিকেট খেলছে। দল বলে এখনও সকলে চলাফেরা করছেন।
ইতোমধ্যে এ জেলায় ৬ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ঝুকিতে রয়েছে নারায়ণগঞ্জ ও বাহির  থেকে আসা মানুষদের জন্য।