প্রচ্ছদ সারাদেশ খুলনা বিভাগ ঝিনাইদহে ১০ জনের প্রার্থীতা প্রত্যাহার ভোটের মাঠে লড়াইয়ে ১৮ জন

ঝিনাইদহে ১০ জনের প্রার্থীতা প্রত্যাহার ভোটের মাঠে লড়াইয়ে ১৮ জন

 জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে রোববার ঝিনাইদহ-১ আসন জাতীয় সমাজ তান্ত্রিক দল জেএসডির প্রার্থী দবির উদ্দিন জোর্য়াদার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
ঝিনাইদহ-২ আসনে গনফ্রন্টের হাফিজ উদ্দীন আহম্মেদ, বিএনপির এসএম মশিয়ুর রহমান, বিএনপির মোঃ ইব্রাহীম রহমান রুমি, ঝিনাইদহ-৩ আসনে বিএনপির কে,এম আমিরুজ্জামান খান শিমুল, ঝিনাইদহ-৪ আসনে বাংলাদেশের ওয়ার্কর্স পার্টির মোঃ মোস্তফা আলমগীর, আওয়ামীলীগের আব্দুল মান্নান প্রত্যাহার করেন।
তবে অনেকেই প্রত্যাহার পত্র জমা দেননি। কিন্ত তাদের নিজ নিজ দল থেকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি। ফলে চুড়ান্ত তালিকা থেকে বাদ পড়বেন তারা।
যারা প্রত্যাহার পত্র জমা দেননি তারা হলেন, ঝিনাইদহ-১ আসনে জয়ন্তকুমার কুন্ডু (বিএনপি), ঝিনাইদহ-৩ আসনে মোহাম্মদ মেহেদী হাসান রণি (বিএনপি) ও ঝিনাইদহ-৪ শহিদুজ্জামান বেল্টু (বিএনপি)।
জেলা রির্টানিং কর্মকর্তার দপ্তর থেকে এ তথ্য জানা গেছে। সুত্রমতে আসন ভিত্তিক চুড়ান্ত প্রার্থী তালিকায় যাদের নাম আছে তারা হলেন, ঝিনাইদহ-১ আসনে মোঃ আব্দুল হাই (এমপি), বাংলাদেশ আওয়ামীলীগ, এড মোঃ আসাদুজ্জামান, বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি), মোঃ রায়হান উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঝিনাইদহ- ২ আসন তাহজীব আলম সিদ্দিকী, বাংলাদেশ আওয়ামীলীগ, এ্যাড. মোঃ আব্দুল মজিদ, বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি), মোঃ ফকরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, মোঃ আসাদুল ইসলাম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ ও মোঃ আবু তালেব সেলিম, জাকের পার্টি, ঝিনাইদহ-৩ আসনে মোঃ সফিকুল আজম খান চঞ্চল, বাংলাদেশ আওয়ামীলীগ, মোঃ মতিয়ার রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি), মোঃ কামরুজ্জান স্বাধীন, জাতীয় পার্টি, মাওলানা সরোয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসমাইল হোসেন, বিএনএফ (বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট)।
ঝিনাইদহ-৪ আসনে মোঃ আনোয়ারুল আজীম (আনার), বাংলাদেশ আওয়ামীলীগ, মোঃ সাইফুল ইসলাম ফিরোজ, বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি), এইচ এম মমতাজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ, মোঃ ইসহাক আলী, জাকের পার্টি ও এলডিপির খন্দকার মেহেদী হাসান।