প্রচ্ছদ সারাদেশ রাজশাহী বিভাগ জয়পুরহাটে ৩ দিন ব্যাপী বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা শুরু

জয়পুরহাটে ৩ দিন ব্যাপী বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা শুরু

জয়পুরহাট প্রতিনিধিঃ খুদে বিজ্ঞানী খুঁজে বের করতে জয়পুরহাটে ইনস্টিটিউট অব মাইনিং মিনারেলজি অ্যান্ড মেটারলজি (বিসিএসআইআর) চত্বরে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী বিজ্ঞান ও শিল্পপ্রযুক্তি মেলা। বৃহস্পতিবার বেলা ১২টায় এই মেলার উদ্বোধন করেন যুগ্ম সচিব শওকত আলী।

বিসিএসআইআরের পরিচালক ড. মোহাম্মদ নাজিম জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় বক্তব্য রাখেন পুলিশ সুপার রশীদুল হাসান ও গোয়েন্দা সংস্থার সহকারি পরিচালক মাহফুজুর রহমানসহ অন্যান্যরা ।

মেলায় উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩১৭ জন খুদে বিজ্ঞানী ৪৫টি স্টলের মাধ্যমে তাদের উদ্ভাবিত ১৬০টি গবেষণা প্রকল্প প্রদর্শন করছে।