প্রচ্ছদ সারাদেশ রাজশাহী বিভাগ জয়পুরহাটে শিক্ষার্থীদের মাঝে পাঠ্য বই বিতরন শুরু

জয়পুরহাটে শিক্ষার্থীদের মাঝে পাঠ্য বই বিতরন শুরু

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে প্রাথমিক, এবতেদায়ী, মাধ্যমিক, মাদ্রাসা ও ভোকেশনাল পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে পাঠ্য বই বিতরন শুরু হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় জয়পুরহাট সরকারী রামদেও বাজলা উচ্চ বিদ্যালয় মাঠে এই বই বিতরন উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু।এ উপলক্ষে এক সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, অতিরিক্ত জেলা প্রাশাসক মুনিরুজ্জামান, জেলা শিক্ষা অফিসার ইব্রাহিম খলিলুল্লাহ ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এসএম সোলায়মান আলী।

জয়পুরহাট জেলায় এবার প্রাথমিক পর্যায়ে ৭শ ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯১ হাজার ৮শ ৫৭জন শিক্ষাথীর মাঝে ৪ লাখ ৩৪ হাজার ৪শ ৩১টি বই এবং মাধ্যমিক,মাদ্রাসা, ভোকেশনাল, ইবতেদায়ী পর্যায়ে ৩শ ৪৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১লাখ ১১হাজার ৩শ ৩৫জন শিক্ষাথীর মাঝে ১৪ লাখ ২০ হাজার ৯শ ৯টি পাঠ্য বই বিতরন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ঠ কর্মকর্তারা।