প্রচ্ছদ সারাদেশ রাজশাহী বিভাগ জয়পুরহাটে এক বছরে ৬৫৭ অসহায় গরীব মানুষকে মামলায় বিনা খরচে সহায়তা

জয়পুরহাটে এক বছরে ৬৫৭ অসহায় গরীব মানুষকে মামলায় বিনা খরচে সহায়তা

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে গত এক বছরে ৬শ ৫৭ জন অসহায় গরীব মানুষকে মামলায় বিনা খরচে সহায়তা করেছে জেলা লিগ্যাল এইড কমিটি। জয়পুরহাটে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ভূমিকা শীর্ষক এক সেমিনারে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, জেলা ও দায়রা জজ বেগম মমতাজ পারভীন এসব তথ্য জানান। তিনি আরো বলেন গরীব অসহায় মানুষরা বিনা খরচে যে কোন মামলা পরিচালনা করতে পারবেন । মামলার খরচ বহন করবে সরকার।

সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার রশীদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুনিরুজ্জামান ও চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট বেগম মোসাম্মাৎ ইসমত আরা।

সেমিনারে আইনজীবি, বিচারক, প্রশাসনের কর্মকর্তা ও সাংবদিকরা উপস্থিত ছিলেন।